নিজস্ব প্রতিবেদক: ঢিলেঢালা ভাবে চলছে সারাদেশে বিএনপি জোটের ডাকা ২৪ ঘন্টার অবরোধ। তবে, অষ্টম দফা ডাকা এই অবরোধের কারণে রাজধানীসহ সারাদেশের জীবনযাত্রায় তেমন কোন প্রভাব চোখে পড়েনি।
রাজধানীর সড়কে ব্যক্তিগত যান চলাচলের পাশাপাশি গণপরিবহনের সংখ্যাও বেড়েছে। তবে, দূর পাল্লার গাড়ি কম ছেড়েছে।
আজ বুধবার (২৯ শে নভেম্বর) সকাল ৬টা থেকে আগামীকাল বৃহস্পতিবার (৩০ শে নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত দেশজুড়ে এ অবরোধ চলবে।
এদিকে ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা দেশজুড়ে হরতাল পালিত হবে।
এর আগে সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।