নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নির্বাচন বানচাল করে দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। অগ্নিসন্ত্রাসীর বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। দেশব্যাপী দশ হাজার একচল্লিশটি অবকাঠামো উদ্বোবধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করে এসব বলেন প্রধানমন্ত্রী। জনগণ ভোট দিয়েছে বলেই আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করতে পেরেছে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশজুড়ে ১৫৭টি প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামো উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে সংশ্লিষ্ট প্রকল্প এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবণ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব অবকাঠমোর উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশের ১১টি জেলা এবং ৬০টি উপজেলা ভূমিহীন এবং গৃহহীন মুক্ত হলো।
প্রধানমন্ত্রী বলেন, সরকার লক্ষ্যস্থির করে রাষ্ট্র পরিচালনা করছে বলেই দেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এই পথ মসৃন ছিলো জানিয়ে তিনি বলেন, নানা সময় বাধা এসেছে, এখনও আসছে।
আওয়ামী লীগই জনগণের ভোটের অধিকার নিশ্চিত এবং গণতন্ত্রকে সুসংহত করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, যারা ত্রিশটি আসন পায় তাদের নির্বাচনে যাওয়ার আকাঙ্খা না থাকাই স্বাভাবিক। তাই তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে।
প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্টি দুর্যোগ মোকাবেলা করেই দেশে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।