নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কায় ভোট দেয়ার কারণেই উত্তরবঙ্গের দারিদ্র মোচনসহ গোটা দেশের উন্নয়ন হয়েছে। দেশ সেবার সুযোগ করে দিতে আগামি জাতীয় নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট চান তিনি। রংপুরে দুটি নির্বাচনী পথসভায় এই আহবান জানান শেখ হাসিনা। বলেন, সবার সমর্থন নিয়ে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নেয়া হচ্ছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় সিলেটের পর রংপুর গেলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুরে যান তিনি। সেখান থেকে সড়কপথে রংপুরের তারাগঞ্জ ও মিঠাপুকুরে দুটি নির্বাচনী পথসভায় অংশ নেন তিনি। শীত উপেক্ষা করে এসব পথসভায় বিপুল মানুষ উপস্থিত হন।
তারাগঞ্জের পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে আওয়মী লীগ সরকারের গত তিন মেয়াদে দেশের উন্নয়ন চিত্র তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, নানা বাধা সত্বেও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়া হচ্ছে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, আর্থ সামাজিক উন্নয়নে বিশ্বে দেশের সুনাম বেড়েছে। এই অগ্রযাত্রা ধরে রাখতে আবারো উত্তর জনপদের মানুষের কাছে নৌকা মার্কায় ভোট চান তিনি। এই আসনে নৌকার প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউককে পরিচয় করিয়ে দেন।
এরপর রংপুরের মিঠাপুকুরে আরেকটি পথ সভায় যোগ দেন শেখ হাসিনা। নানা শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে পথসভা রূপ নেয় জনসভায়। নেতা কর্মীদের বাদ্য বাজনার সাথে নৌকার পক্ষে শ্লোগানে শ্লোগানে সুখর হয়ে উঠে পথসভা।
দুপুরে নিজের শ্বশুরবাড়ি পীরগঞ্জে যান শেখ হাসিনা। পরে পীরগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
Leave a Reply