নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণে আজ রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। শহরটির স্কোর ১৯১। বাতাসের এ মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
এদিন বায়ুদূষণে শীর্ষ শহরের তালিকায় প্রথমে আছে ভারতের কলকাতা। শহরটির স্কোর যথাক্রমে ২৬৭। আর ঢাকার আগে রয়েছে পাকিস্তানের লাহোর। যার স্কোর ২০৭। সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’।
আজ রোববার (১২ই নভেম্বর) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক এসব তথ্য জানিয়েছে।
এর আগে শনিবার (১১ই নভেম্বর) আইকিউএয়ারে ২০৮ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। বিভিন্ন দেশের বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত আপডেট করে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে তথ্য দিয়ে সতর্ক করে।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
এছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
Leave a Reply