নিজস্ব প্রতিবদক: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন হালকা কোন বিষয় নয়। তিনি বলেন রাজনৈতিক সমঝোতার জন্য নির্বাচন ৩ মাস পিছিয়ে দিতে বলেছেন অনেকে। কিন্তু নির্বাচন তিন মাস পিছিয়ে দেয়ার কোন সুযোগ নেই।
হাবিবুল আউয়াল বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন হতে হবে। নির্বাচন কমিশন একক শক্তি দিয়ে নির্বাচন পরিচালনা করতে পারেনা, সরকার সহযোগিতা দিতে বাধ্য।
সোমবার (১ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটদের আইন বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এখনো একটি স্থিতিশীল অবস্থায় এসে থিতু হতে পারেনি। আসছে নির্বাচনে সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে কমিশন কাজ করছে বলেও জানান তিনি।
সিইসি বলেন বিদেশীরা বলছেন নির্বাচন ভালো করতে হবে, দেশের মানুষও তাই চান। এই নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের দায়বদ্ধতা রয়েছে বলেও জানান তিনি। যেকোন মূল্যে কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।
Leave a Reply