নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-৬ আসনের নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন।
আজ বুধবার (২৭শে ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন তলব করে এ দুই প্রার্থীকে।
প্রধান নির্বাচন কমিশনার ও দুই কমিশনার আনিছুর রহমান এবং আলমগীরের সামনে উপস্থিত থেকে অভিযোগের ব্যাখা দেন তারা। শুনানি শেষে কুমিল্লা ৬ আসনের নৌকার প্রার্থী বাহাউদ্দিন বাহারের দুটি অভিযোগের মধ্যে একটির জন্য দুঃখজনক ও আরেকটি অভিযোগের উত্তর রাজনৈতিক বক্তব্য বলে জানান।
আর বরগুনা-১ আসনের আরেক নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভু কোনো কথা বলেনি গণমাধ্যমে। পরে, প্রার্থীদের রায় জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। বলেন, দুই প্রার্থীকে আর্থিক জরিমানার পাশাপাশি তিনদিনের মধ্যে টাকা পরিশোধের জন্য বলা হয়েছে।