নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় আজ বক্তব্য রাখবেন দলের সভাপতি শেখ হাসিনা। জনসভায় যোগ দিতে শনিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই নারী-পুরুষের পৃথক মিছিল নিয়ে সমাবেশস্থলে বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছে নেতাকর্মী ও সমর্থকেরা। এরইমধ্যে শেখ হাসিনার জনসভাস্থলে নেতাকর্মীদের উপস্থিতি এখন জনস্রোতে পরিণত হয়েছে।
মিছিল নিয়ে আসা কর্মী-সমর্থকেরা জানান, শনিবার বিকেলে প্রধানমন্ত্রী কালকিনির জনসমাবেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী প্রথম কালকিনি আসছেন। আমরা খুবই আনন্দিত।
আজ শনিবার বিকেল ৩টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
জনসভাকে কেন্দ্র করে সড়ক থেকে জনসভার মাঠ, সবখানেই এখন সাজ সাজ রব। ব্যানার, পোস্টার আর তোরণে ছেয়ে গেছে চারদিক। সভায় শেখ হাসিনার সঙ্গে তার ছোটবোন শেখ রেহানাও উপস্থিত থাকবেন বলে জানান কেন্দ্রীয় নেতারা। তাদেরকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে দল। দলের সভাপতি ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আগমনে জেলায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলেছে এলাকাবাসী।
মাদারীপুর সদরের একাংশ, কালকিনি ও ডাসার উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-৩ সংসদীয় আসন। আসনটির নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকার পক্ষে ভোট বাড়াতে এ জনসভা ব্যাপক ভূমিকা রাখবে বলে জানান তিনি।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান মিয়া গোলাপ জানান, বঙ্গবন্ধু কন্যার আগমনে সাধারণ মানুষ উচ্ছ্বসিত। অধীর আগ্রহ নিয়ে প্রধানমন্ত্রীর কথা শোনার জন্য মানুষ অপেক্ষা করছে। সবকিছু মিলিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় লক্ষাধিক মানুষ উপস্থিতি আশা করা হচ্ছে।