নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত রাতে প্রায় ছয় ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। এ সময় প্রায় ১০টি আন্তর্জাতিক ফ্লাইট এ বিমানবন্দরে অবতরণের কথা ছিল বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।
তবে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল আটটা থেকে আবার এসব ফ্লাইট ফেরত আসতে শুরু করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে গতকাল সোমবার দিবাগত রাত দুইটার পর থেকে ঘন কুয়াশার কারণে এসব ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। এর মধ্যে ১০টি ছিল যাত্রীবাহী, একটি কার্গো বিমান।
অভ্যন্তরীণ ফ্লাইটগুলো রাতে থাকে না। আর আজ মঙ্গলবার সকালে এসব উড়োজাহাজের চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি।
Leave a Reply