নাজমুল হাসান সিনিয়র রিপোর্টার যশোর
যশোরের বেনাপোলের ছাত্র সমাজের প্রয়াসে আজ বাজার মনিটাইজেশন এ যেয়ে দুটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে প্রতি দুই লিটারে 200 গ্রাম থেকে ৩০০ গ্রাম করে তেল কম দেওয়ায় হাতেনাতে ধরা হয়েছে !সাথে সাথেই বেনাপোল পোর্ট থানা সহ শার্শার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ফোন দিয়ে অবগত করা হয়েছে । তারা আসলে মোবাইল কোর্টের মাধ্যমে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সহ বিএসটিআইয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সরকারকে জানাবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে! কোন দুর্নীতির ঠাঁই নাই আমাদের এই বেনাপোলসহ বাংলাদেশ এ!বেনাপোল ফিলিং স্টেশন এবং শাহজালাল ফিলিং স্টেশন……. তবে বাকি আর যেই ফিলিং স্টেশন গুলো আছে সেই গুলো বন্ধ ছিল। তাদের কে সর্তক করা হয়েছে।তাছাড়া যশোরের বেনাপোল স্কাউটস টিমের সদস্যরা বেনাপোলে বাজারে ট্রাফিক শৃঙ্খলায় কাজ করছেন।আজ তারা ঘোষনা করলো বাজার মনিটরিং বিষয়ক, চাঁদামুক্ত ও মাদকমুক্ত শহর গঠন সকলের সহযোগিতা কামনা ও ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং অবৈধভাবে গাড়ি পার্কিং করা নিষেধ। এ সমস্ত তথ্য নিশ্চিত করেন, কোটা আন্দোলনের রাজ পথের যোদ্ধা, যিনি এই মুহূর্তে আছেন ঢাকা মেডিকেলের ৫ নম্বর ওয়ার্ডে, গুলিবিদ্ধ অবস্থায়, বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তার খালাতো ভাই নাঈমুর রহমান, এ সময় নাঈমুর রহমান তার খালাতো ভাই আবদুল্লার জন্য সমস্ত দেশ বাসীর কাছে দুয়া কামনা করেন। এ সময় যশোরের বেনাপোল ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী ইদু তিনি বলেন আমি বিএনপির সভাপতি হলেও আমি নির্যাতিত, গত আঠারো বছর যাবত আমার আর্থিক অবস্থা খুবই খারাপ,নিজের জমি পর্যন্ত বিক্রি করে খেয়েছি , তারপরও স্বৈরাচারের পতন হয়েছে আলহামদুলিল্লাহ,এছাড়া তিনি নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই বিজয় শুধুমাত্র সম্ভব হয়েছে ছাত্রদের জন্য,১৭বছরে যা অন্যান্য রাজনৈতিক দল পারেনি,তা শুধু মাত্র ছাত্রদের জন্য সম্ভব হয়েছে, আমার ভাগ্নে একজন ছাত্র, আমার ভাগ্নে আব্দুল্লাহ খুব মেধাবী একজন ছাত্র, পরিবারের একমাত্র ভরসা ছিল আমার ভাগ্নে আব্দুল্লাহ, আমার বোন বোনায়ের শেষ অবলম্বন বলতে, হাজারো স্বপ্ন ঘিরে ছিল আব্দুল্লাহ, এখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে , তার অবস্থা একদম ভালো না, তার চিকিৎসার খরচ বহন করা সহ অন্যান্য বিষয়গুলো ছাত্র সমাজের কাছে তুলে ধরার আবেদন রইল, আমি দেশবাসীর কাছে, আমার ভাগ্নের জন্য দোয়া প্রার্থনা করি।
Leave a Reply