নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে এত দৈন্যতা নেই, আমার কাছে ক্ষমতা বড় নয়, দেশের স্বার্থ বড়।
আজ রোববার নরসিংদীতে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে এই সার কারখানা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, দেশের গ্যাস বিদেশের কাছে বিক্রি করে দেয়ার জন্য অতীতে চাপ দেয়া হয়েছিল। কিন্তু দেশের স্বার্থে সেই চাপের কাছে আওয়ামী লীগ নত হয়নি। সে কারণে জোর করে আওয়ামী লীগকে হারানো হয়।
তিনি বলেন, দেশের সম্পদ বিক্রি করে বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় যেতে চায়নি।এর আগে প্রধানমন্ত্রী বেলা বারোটার দিকে ঘোড়াশাল পৌঁছালে প্রকল্প সংশ্লিষ্টরা তাকে স্বাগত জানান। এসময় প্রধানমন্ত্রী সার কারখানার বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।
ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় এরই মধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই কারখানায় বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদিত হবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৫ হাজার ৫০০ কোটি টাকা।
এই সার কারখানা উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
Leave a Reply