খুলনা সংবাদদাতা: উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও আওয়ামী লীগের জনসভায় ভাষণ দিতে খুলনা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ভোর থেকেই খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভা মাঠে জড়ো হয়েছেন। মানুষের ঢল নেমেছে সার্কিট হাউস মাঠে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে উৎসবের নগরীতে পরিণত হয়েছে খুলানা।
খুলনা নগরীর বিভিন্ন সড়কে এই জনস্রোত গিয়ে মিলিত হচ্ছে সার্কিট হাউজ মাঠে। দীর্ঘ ছয় বছর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা সফর করছেন। সাথে নিয়ে আসছে বিভিন্ন উন্নয়ন উপহার। তাই উৎসবের নগরীতে পরিণত হয়েছে খুলনা। বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো নগরীকে।
ভোর থেকেই মিছিল নিয়ে বর্ণিল সাজে বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা জনসভায় যোগ দিয়েছেন। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, দলীয় প্রতীক, প্লাকার্ড, দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে যোগ দিচ্ছেন সার্কিট হাউজ মাঠে। সড়ক, রেল ও নৌপথে খুলনা বিভাগের ১০ জেলা এবং পার্শ্ববর্তী গোপালগঞ্জ ও পিরোজপুর জেলা থেকেও এসেছেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।
তাদের আসার সুবিধার জন্য নগরীর রূপসা ঘাট ও জেলখানা ঘাটে ৬টি ফেরী এবং ১০ জোড়া বিশেষ ট্রেন চালু করা হয়েছে। দুপুরের আগেই জনসমুদ্রে পরিণত হয়েছে জনসভা মাঠ।
পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের জন্য বিশেষ উপহার। খুলনার জনসভার মাঠ থেকে ২৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৫টির টির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এসব উন্নয়ন উপহার পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন খুলনাবাসী। উন্নয়নের এই ধারা অব্যহত রাখতে আগামীতেও আওয়ামী লীগের পাশে থাকার কথা জানান তারা।
আগামী নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেবেন সেভাবেই মাঠে থাকবে বলে জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর ভাষণ দেখা ও শোনার জন্য নগরীর ২৮টি স্থানে বড় পর্দা স্থাপন করা হয়েছে। মাইক দেওয়া হয়েছে জনসভাস্থলের পার্শ্ববর্তী ৩-৪ কিলোমিটার এলাকাজুড়ে।
Leave a Reply