নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন নিয়ে যে বিতর্ক তা অনাকাঙ্খিত। বিতর্কহীন ফলাফল চায় কমিশন। নির্বাচন কমিশন গ্রহণযোগ্য ভোট দেকতে চায়। সোমবার সকালে নির্বাচন ভবনে ৩০০ বিচার বিভাগীয় কর্মকর্তা দিয়ে গঠিত নির্বাচন অনুসন্ধান কমিটির সদস্যদের সঙ্গে ইসি প্রশিক্ষণ পর্ব শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সিইসি বলেন, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে নির্বাচনকে বাঁচিয়ে রাখতে হবে। নির্বাচন ছাড়া প্রজাতন্ত্র হতে পারে না। দেশ, ভবিষ্যত এবং অর্থনীতিকে সব কিছুকে রক্ষা করতে হলে এবার নির্বাচনটাকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতেই হবে।
নির্বাচন সংম্লিষ্টদের সাহসিকতা এবং দুরদর্শিতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশ বিশ্বাস অবিশ্বাসের দোলাচালে আছে। সেখান থেকে উঠে আসতে হবে। স্বাধীনভেবে কাজ করতে হবে। মানুষের আস্থা বিচার বিভাগের উপর। নির্বাচনের দিন ব্যর্থ হতে চায় না কমিশন।
নির্বাচনে পেশি শক্তি ব্যবহার, কালো টাকা এবং অনিয়ম বন্ধ করতে নির্বাচন কমিশন কাজ করছে বলেও জানান সিইসি।
তিনি বলেন, ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট না থাকলে কোন প্রার্থির অভিযোগ আমলে নেয়া হবে না।
সিইসি বলেন, আচরণবিধি কেউ লঙ্ঘন করছে কিনা দেখবেন। আপনারা সঠিকভাবে আইন প্রয়োগ করবেন। দেশের নির্বাচন ব্যবস্থা রক্ষায় আপনারা যতদূর পারেন সাহায্য করবেন।
Leave a Reply