নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার সময় রাজধানীতে গ্রেফতার ৪২ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত।
আজ শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলম ৩৭ জনকে এবং বাকি পাঁচজনকে ঢাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিনের আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সহিংস ঘটনায় গ্রেফতারদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে।
Leave a Reply