নরসিংদী সংবাদদাতা: দীর্ঘ ১৯ বছর পর আগামীকাল (১২ই নভেম্বর) নরসিংদী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানা উদ্বোধন ও আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এ জন্য চলছে ব্যাপক প্রস্তুতি। দীর্ঘদিন পর বঙ্গবন্ধু কন্যাকে বরণ করার সুযোগ পাওয়ায় আনন্দিত আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
নরসিংদীর পলাশ উপজেলায় স্থাপিত হয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশ বান্ধব ‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা। ১২ই নভেম্বর কারখানাটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যেই সেখানে পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রকল্পটি নির্মানে ব্যায় হয়েছে সাড়ে ১৫ হাজার কোটি টাকা। দৈনিক ২৮’শ মেট্রিক টন সার উৎপাদনে সক্ষম এই কারখানা থেকে বছরে গড়ে ৯ লাখ ২৪ হাজার মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন সম্ভব হবে বলে ধারণা প্রকল্প সংশ্লিষ্টদের। কারখানা উদ্বোধন শেষে মোছলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগ আয়োজিত বিশাল সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় উচ্ছ্বসিত জেলাবাসী। কাছ থেকে নেত্রীকে এক নজর দেখার আনন্দে ভাসছেন তারা।
প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে ইতোমধ্যেই মঞ্চ তৈরি, তোরণ নির্মাণসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর নেত্রীকে সরাসসি দেখার আনন্দ নিয়ে অপেক্ষায় আওয়ামীলীগ নেতা-কর্মীসহ পুরো নরসিংদীবাসী।
প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তার কথা বিবেচনায় ব্যপক প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট প্রশাসন। সফরকে ঘিরে রয়েছে নানা পরিকল্পনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরে জেলাবাসীর জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতি মিলবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Leave a Reply