মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের চিলমারীতে শিক্ষার্থীদের গণমিছিলে ধাওয়া দিয়েছে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার(২ আগষ্ট) জুম্মার নামাজের পর চিলমারী বাজারের এলএসডি গোডাউনের সামনে শিক্ষার্থীদের গণমিছিলটি আসলে সেখানে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ চিলমারীতে অবস্থান করছিলেন এবং ঘটনাস্থলের সামন দিয়ে একটি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার উদ্দ্যেশ্যে যাচ্ছিলেন।
গণমিছিলে যোগ দেয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক সমন্বয়ক জানান, দুপুর ২ টার দিকে আমরা একটি মিছিল নিয়ে চিলমারীর সরকার পাড়া থেকে ডিগ্রি কলেজ মোড়ে আসি। তারপর পুলিশের সাথে দেখা হলে পুলিশ আমাদের নির্দিষ্ট স্থান দেখিয়ে দিয়ে সেখানে মিছিল শেষ করতে বলে। আমরা পুলিশের প্রস্তাবে রাজি হয়ে এলএসডি গোডাউনের সামনে গিয়ে মিছিল শেষ করে একটি সমাবেশের আয়োজন করি। সেখানে একজন বক্তব্য শুরু করলে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি হাতে নিয়ে অতর্কিত হামলা চালায়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া। তিনি বলেন, আন্দোলকারীরা মূলত শিবিরের নেতাকর্মী। দল নিষিদ্ধ হওয়ার পর ভিন্ন নামে রাস্তায় বের হয়েছিল তারা। আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছিলাম। মিছিল শেষে বক্তব্যে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর নামে গালিগালাজ করায় আমরা প্রতিবাদ জানাই। তাতে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়। আমরা কারও উপরে হাত তুলিনি। প্রতিবাদ করায় তারা সেখান থেকে চলে যায়।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণ কৃষ্ণ দেবনাথ বলেন, তেমন কিছু ঘটেনি। আন্দোলনকারীদের আমরা নিরাপত্তা দিয়েছিলাম। তারা(আন্দলোনকারীরা) সরকার বিরোধী বক্তব্য দেয়ার উত্তেজনার সৃষ্টি হয়।