নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চোরাগোপ্তা হামলা করে সরকারের পতন ঘটানো যাবে না। তিনি বলেন, আন্দোলন করতে জনসমর্থন প্রয়োজন যা বিএনপির নেই। কেউ আগুন লাগাতে এলে প্রতিহত করার আহবানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। নরসিংদীতে জেলা আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন শেখ হাসিনা।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানাসহ নরসিংদীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে জেলা আওয়ামী লীগ রোববার এই সমাবেশের আয়োজন করে। জেলার মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এই সমাবেশের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলার বিভিন্ন জায়গা হতে সকাল থেকেই সমাবেশস্থলে আসতে থাকে সাধারণ মানুষ। বিকেলে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় এসে প্রথমেই ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
পরে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের কল্যাণে কাজ করে। তিনি বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্পের পরিকল্পনার সময় তৃণমূলের প্রান্তিক জনগোষ্ঠীর কথা ভাবে আওয়ামী লীগ।
শেখ হাসিনা বলেন, বিএনপি জোট দেশের উন্নতি চায় না। চোরাগোপ্তা হামলা করে তারা সরকার
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির ক্ষমতায় আসা মানেই দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়া। অগ্নি সন্ত্রাস রুখে দিতে দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।
উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ থেকে যাকে
Leave a Reply