প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সবসময়ই থাকে তা নিয়ে আওয়ামী লীগ ভয় পায় না। জনগণই আওয়ামী লীগের আস্থা। গেলো ১৪ বছরে গনতান্ত্রিক ধারা বজায় থাকায় দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করেছে সরকার। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলের উপজেলা কার্যালয়ে আওয়ামী লীগ ও স্থানীয় নেতাদের সাথে মতবিনিময় সভায় এসব বলেন তিনি।
এর আগে নিজ বাসভবন থেকে পায়ে হেটে উপজেলা কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ার জনগণ তার পরিবার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা আছে বলেই সারাদেশের মানুষের দায়িত্ব পালন করতে পারছেন তিনি।
সরকার দেশের জনগণের কল্যাণে যা করা প্রয়োজন সবই করছে। বৈশ্বিক মন্দার প্রভাবে দেশের উন্নয়নের গতিতে সাময়িক বিঘœ ঘটালেও সরকারের পরিকল্পনার জন্য তা থেমে যায়নি। দেশ গড়ার কাজে সকলকে সম্মেলিতভাবে পাশে থাকার কথাও বলেন প্রধানমন্ত্রী। পরে দলীয় নেতাকর্মীদের নানা সমস্যার কথা শোনেন প্রধানমন্ত্রী শেখ হাসি
Leave a Reply