প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৬:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২২, ১১:৩৬ পূর্বাহ্ণ
 টাঙ্গাইলে “বাতিঘর আদর্শ পাঠাগার মেধা যাচাই-২০২২” অনুষ্ঠিত 
  
         
  
        
    
    দৈনিক শিক্ষা নিউজ অর্ণব আল আমিন, টাঙ্গাইলঃ উৎসবমুখর পরিবেশে "বাতিঘর আদর্শ পাঠাগার মেধা যাচাই-২০২২" এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর (বুধবার) সকালে টাঙ্গাইল সদর উপজেলার আয়নাপুর এ.এম. মডেল স্কুল কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির তিনশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান, পাঠাগারের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরীক্ষায় অংশগ্রহণকারী ৭ম শ্রেণির শিক্ষার্থী স্বর্ণা আক্তার বলেন, "এ ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। নিজের মেধা যাচাই করার সুযোগ পাচ্ছি।"বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান জানান, শিক্ষার মানোন্নয়ন, পড়াশুনার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ সৃষ্টি ও উদ্বুদ্ধ করতে প্রতিবছর আমরা এ প্রতিযোগিতার আয়োজন করে থাকি৷
উল্লেখ্য, টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে "বাতিঘর আদর্শ পাঠাগার"। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।
 
    
        
             zahidit.com