বিএনপির সরকার পতন আন্দোলন রাজপথে মোকাবিলায় আওয়ামী লীগ আজ রাজধানীতে সমাবেশ করবে।
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ যৌথভাবে বিকাল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে 'শান্তি সমাবেশ' করবে।
ক্ষমতাসীন দলটি আগামী ৪ অক্টোবর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি পালন করবে।
গত ১৯ সেপ্টেম্বর বিএনপি ১৫ দিনব্যাপী ধারাবাহিক সমাবেশ ও রোডমার্চ ঘোষণার একদিন পর আওয়ামী লীগও তাদের কর্মসূচি দেয়।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের এক দফা দাবিতে বরিশাল থেকে পটুয়াখালী পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতৃত্ব মনে করে আগামী ৪০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিএনপি সরকার পতনে তাদের আন্দোলন জোরদার করার চেষ্টা করবে।
তবে তারা মনে করেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপির আন্দোলন গতি হারাবে, কারণ নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর নির্বাচনকে ঝুঁকিতে ফেলার কোনো উপায় নেই।
তাই আগামী সব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য দলের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা জারি করেছে দলটি।