নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের এই অবস্থানের কথা জানান।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকার পরও অবাধ, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য হাস্যকর। দেশের জনগণ ও আন্তর্জাতিক অঙ্গনের দাবি উপেক্ষা করে তফসিল ঘোষণা তামাশা মাত্র। তাই বিএনপি এই তফসিল প্রত্যাখ্যান করেছে বলে জানান রিজভী।
তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, এই সিদ্ধান্তের পর দেশে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে তার দায় সরকারের। ক্ষমতাসীনরা নিজেরাই দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। জনগনের আন্দোলন দ্রুত আরও ত্বরান্বিত হবে, সরকারের পদত্যাগ হবে। তফসিল ঘোষণা দিয়ে নির্বাচনের স্বপ্ন পূরণ হবে না।
Leave a Reply