নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ তৃতীয় দিনের মত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। মনোনয়নপত্র যাচাইয়ের এ প্রক্রিয়া চলবে আগামীকাল সোমবার পর্যন্ত।
জানা গেছে, রিটার্নিং কর্মকর্তারা সকাল থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই করছেন। গোপনীয়তা রক্ষা করে তাদের তথ্য যাচাই-বাছাই চলছে । এতে তথ্যের গড়মিল পাওয়া গেলে বাতিল হচ্ছে প্রার্থীদের মনোনয়নপত্র। আগামকিাল সোমবার আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থীদের তালিকা জানানো হবে।
এরপর রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি কার্যক্রম চলবে ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১৭ই ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ই ডিসেম্বর। সেদিন থেকেই প্রার্থীরা প্রচারণায় নামতে পারবেন। আর ভোটগ্রহণ হবে ৭ই জানুয়ারি।
এবার আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২৯টি নিবন্ধিত দল অংশ নিলেও বিএনপিসহ ১৫টি দল এখনো ভোটের বাইরে রয়েছে। এদিকে, সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে বদলির নির্দেশ দেয়ার পর গতকাল দু’জন জেলা প্রশাসকককে বদল করা হলো। পরিস্থিতি বিবেচনা করে প্রশাসনে রদবদলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্তি সচিব অশোক কুমার দেবনাথ।