নিজস্ব প্রতিবেদক: সারাদেশে জমে ওঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। প্রার্থীদের জনসংযোগে এখন সরব ভোটের মাঠ।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই মাঠে নেমে পড়েছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্র“তি দিয়ে ভোট চাচ্ছেন তারা। গণসংযোগের পাশাপাশি চলছে মাইকিং। অলি-গলি ছেয়ে গেছে পোস্টার ব্যানারে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেও নিজেদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
আসন্ন নির্বাচনে ভোটের মাঠে গনসংযোগ ও উঠান বৈঠকসহ নানা ভাবে প্রচারনায় নেমেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা। শান্তিপূর্ণ পরিবেশ থাকলে উৎসবমুখর নির্বাচন হবে বলে মনে করেন ভোটাররা।
নীলফামারীর চারটি সংসদীয় আসনে জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের নানা প্রচারণায় মুখরিত থাকে শহর থেকে গ্রাম ও মহল্লা। প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। উঠান বৈঠক, গণ সংযোগ চালিয়ে নানারকম প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছ থেকে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।
নীলফামারী-২ (সদর) আসনের নৌকা প্রতীকের প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। একই আসনে তার বিপরীতে ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। তিনি বলেন, দলীয় সরকারের পক্ষে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এই প্রত্যাশায় নির্বাচনে অংশগ্রহণ করেছি।
আগামী ৫ই জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা। ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
Leave a Reply