ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার সকালে ভারতের পুনে থেকে দেশের উদ্দেশে রওনা দেন রিয়াদ-মুশফিকরা। পরে তাদের বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে এবারের বিশ্বকাপে গিয়েছিল সাকিব আল হাসানের দল। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্ব্কাপ শুরু করলেও এরপর টানা ছয় ম্যাচে হারে বাংলাদেশ। অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আসে দ্বিতীয় জয়।
সবমিলিয়ে ৯ ম্যাচের ৭টিতে হেরে পয়েন্ট টেবিলের তলানির দিকে থেকে বিশ্বকাপ মিশন শেষ করে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে টাইগারদের তাকিয়ে থাকতে হবে আজকের ভারত-নেদারল্যান্ডস ম্যাচের দিকে। ভারত জিতলে টেবিলের আট নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হবে বাংলাদেশের। আর হারলে নেদারল্যান্ডস চলে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।