নিজস্ব প্রতিবেদক : নানা যুক্তি নিয়ে ইসিতে আপিল করছেন জাতীয় নির্বাচনে মনোনায়ন বাতিল হওয়া প্রার্থীরা। মনোনয়ন ফিরে পেতে নির্বাচন ভবনে নিজস্ব অঞ্চলের বুথে প্রয়োজনীয় কাগজ জমা দিচ্ছেন তারা।
তবে, বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীদের বাধা হয়ে দাড়িয়েছে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর।
এদিকে, দ্বিতীয় দিনে আপিল করেছেন ১৪১ প্রার্থী ।
জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র বাতিল হওয়া প্রার্থীরা দ্বিতীয় দিনেও ভিড় করেন নির্বাচন ভবনে। তাদের আপিল গ্রহণে খোলা হয়েছে ১০টি বুথ। নির্দিষ্ট অঞ্চলের জন্য আলাদা কক্ষে আপিল করেন ছিটকে পড়া প্রার্থীরা।
দ্বিতীয় দিনে হলফ নামায় স্বাক্ষর না থাকায় আলোচিত ইউটিউবার হিরো আলম ও ক্রেডিট কার্ডের বিল বকেয়ার অভিযোগে ডলি সায়ন্তনী রাজশাহী অঞ্চলের বুথে আপিল করেছেন।
প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও বাদ পড়া স্বতন্ত্র প্রার্থীদের ভিড় বেশি ছিলো। এদের মধ্যে বেশির ভাগের এক শতাংশ ভোটের স্বাক্ষর সংক্রান্ত জটিলতায় প্রার্থীতা বাতিল হয়েছে। এছাড়া, ঋণ খেলাপি, বিদ্যুৎ বিল বকেয়া, ফৌজদারি মামলার কারণে বাতিল হয়েছে অনেকের।
৯ ডিসেম্বর পর্যন্ত আপিল আবেদন গ্রহণ এবং ১০ই ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত শুনানি হবে।