আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছরেও ফিলিস্তিনের গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। দক্ষিণের খান ইউনিসে ব্যাপক স্থল হামলার খবর পাওয়া গেছে। গাজার মধ্যাঞ্চলেও বেড়েছে ইসরাইলি হামলা। যুদ্ধ চলছে উত্তরাঞ্চলেও।
প্রতিদিনের এসব হামলায় ঘটছে বহু প্রাণহানি। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত প্রায় ২২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, গাজাবাসীর কোথায় যাওয়ার নিরাপদ জায়গা নেই। এদিকে, ইসরাইলি বিভিন্ন শহর লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হামাস। দক্ষিণ ও মধ্য ইসরাইলে ২০টিরও বেশি রকেট ছুড়েছে তারা।
অন্যদিকে, গাজায় সামরিক অভিযানের জন্য ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে ইয়েমেনে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজে হামলা চালাচ্ছে। মার্কিন নৌবাহিনীর দাবি, নতুন একটি জাহাজ আটকের সময় হুথি বিদ্রোহীদের তিনটি নৌকা ধ্বংস করেছে তারা।
Leave a Reply