প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, নির্বাচন বানচালের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না। অগ্নিসন্ত্রাস করে মানুষের ভোটের অধিকার ও উন্নয়ন কেউ যেন ধ্বংস করতে না পারে সেজন্য দেশবাসীকে প্রতিরোধ গড়ে তুলতে বলেন। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। এই কার্যক্রম উদ্বোধন করতে শনিবার (১৮ই নভেম্বর) সকালে ব্যক্তিগত গাড়িতে করে গণভবন থেকে বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি মনোনয়ন ফরম বিতরণের বিভিন্ন বুথ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেন।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। জানান, আওয়ামী লীগ দেশের সংবিধান ও দলের গঠনতন্ত্র মেনে চলে। দলীয় প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে তৃণমূলের মতামত নেয়া হবে বলেও জানান তিনি।
শেখ হাসিনা বলেন, জনগণের উপর যাদের আস্থা নেই তারাই নির্বাচনে আসতে চায় না। নির্বাচন বানচালের চেষ্টা সফল হতে দেয়া যাবে না।
ভোটাধিকার রক্ষা ও অগ্নিসন্ত্রাস প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহবান জানান আওয়ামী লীগ সভাপতি।
দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন গণতান্ত্রিক কেউ ব্যাহত করতে পারবে না।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আজ থেকে আমরা মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়া শুরু করেছি। যারা প্রার্থী (হতে চান), মনোনয়ন ফরম কিনবেন। আমাদের মনোনয়ন বোর্ডে যাচাই বাছাই করে একজনকে মনোনয়ন দেবো। যোগ্য প্রার্থী অনেক, কিন্তু একজনকেই বেছে নিতে হবে। তৃণমূলসহ আমরা সবার মতামতের ভিত্তিতে মনোনয়ন দেবো। সবাই ঐক্যবদ্ধ হয়ে মনোনীত প্রার্থীকে জেতাতে কাজ করবে।’
Leave a Reply