পটুয়াখালী সংবাদদাতা: উত্তাল পায়রা নদীর ওপর সেতুর দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিল পটুয়াখালীর শিশু শির্ষেন্দু বিশ্বাস। সেই চিঠির জবাবে সেতু করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশব্যাপী আলোচিত সেই সেতুর নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে।
আজ প্রধানমন্ত্রী ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করবেন। সেতু নির্মাণের খবরে আনন্দিত পটুয়াখালীর পায়রা পাড়ের মানুষ।
২০১৬ সালে মা’র সাথে দাদা বাড়ি ফেরার পথে পায়রা নদীতে ঝড়ের কবলে পড়েছিলো চতুর্থ শ্রেণীর শিশু শির্ষেন্দু বিশ^াসের পরিবারের ট্রলারটি। শিশুমনে সেই ভয়াল স্মৃতি দাগ কাটে। বাড়ি ফিরে শির্ষেন্দু পায়রা নদীতে সেতু করার দাবি জানিয়ে চিঠি লেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। প্রধানমন্ত্রী সেই চিঠির উত্তর দিয়েছিলেন এবং সেতু নির্মাণ করে দেবেন বলেও শীর্শেন্দুকে আশ্বস্ত করেছিলেন। এবার প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হতে চলেছে।
সেতু বিভাগের তত্ত্বাবধানে পটুয়াখালী-মির্জাগঞ্জ আঞ্চলিক সড়কের পায়রাকুঞ্জ ফেরীঘাটে সেতু নির্মিত হবে। প্রকল্প পরিচালক জানান, দেড় কিলোমিটারের বেশি দীর্ঘ এই সেতু নির্মাণে খরচ ধরা হয়েছে এক হাজার ৪২ কোটি ২৮ লাখ টাকা।
২০২৫ সালের ডিসেম্বরে সেতু নির্মাণ শেষ করার কথা। পায়রা সেতুর পাশাপাশি জেলার আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন হবে বলে জানান জেলা প্রশাসক।