নিজস্ব প্রতিবেদক: দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সামন্ত লাল সেন।
শনিবার (৩০শে মার্চ) সকালে শাহবাগের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।
এসময় চিকিৎসকদের সেবার মান বাড়ানোর আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসকদের নানা রকম সমস্যা ও প্রতিকূলতার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, সব প্রতিকূলতা ছাপিয়েই চিকিৎসকদের কাজ করতে হবে।
কথা কম বলে অসুস্থ মানুষের সেবায় কাজ করার আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, কথা কম বলে অসুস্থ মানুষের সেবায় কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে আমাদের। বঙ্গবন্ধু এই দেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন।
তিনি বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে, জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগগুলো বাস্তবায়ন করা। সেই কাজ করতে মুখে আমাদের বড় বড় কথা বললেই হবে না, কাজ করে দেখাতে হবে।
ঈদের পর থেকে আবারও মাঠে নামার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদের পর থেকে তৃণমূল স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আমি আবারও মাঠে নেমে পড়ব। প্রয়োজনে প্রত্যন্ত গ্রামে-গঞ্জে চলে যাবো। দেশের চিকিৎসা ব্যবস্থাকে মানুষের জন্য সহজলভ্য করতে যা যা করার দরকার আমি তাই করবো।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, বিএসএমএমইউ ভিসি ডা. দীন মোহাম্মদ নূরুল হক প্রমুখ।