১৩তম ওয়ানডে বিশ্বকাপের লড়াই শুরু হচ্ছে আজ থেকে। আসরের প্রথম ম্যাচেই মাঠে নামছে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। টসে জিতে ইংল্যান্ডেকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ড।
বিশ্বকাপের প্রথম ম্যাচ হওয়ায় দুই দলের অধিনায়কেরই লক্ষ্য জয় দিয়ে আসর শুরু করা। যদিও চোটের সমস্যা রয়েছে দুই দলেই।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের মূল তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন দলে নেই। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে মাঠে নামতে পারছে না সেরা অলরাউন্ডার বেন স্টোকস। ৩২ বছর বয়সি এই অলরাউন্ডারও কিছুটা চোটে ভুগছেন।
ইংল্যান্ডের ব্যাটিংয়ের মূল দায়িত্ব থাকবে ডেভিড মালান, মঈন আলী, জনি বেয়ারস্টো, জো রুট ও জস বাটলারদের ওপর। আর বোলিংয়ে দলটির মূল ভরসা রিস টপলে, মার্ক উড ও আদিল রশিদ।
অন্যদিকে কিউইদের ব্যাটিং নির্ভর করবে ডেভন কনওয়ে, উইল ইয়ং, হেনরি নিকোলস ও টম লাথামের ওপর। বোলিংয়ে ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসনদের রাখতে হবে বড় ভূমিকা।
ইংল্যান্ডের একাদশ
ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, রিস টপলে, মার্ক উড ও আদিল রশিদ।
নিউজিল্যান্ডের একাদশ
উইল ইয়ং, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম লাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, জেমস নিশাম, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট