নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ের সময় বাদ পড়া বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর আপিলের শুনানি চলছে।
আজ রোববার (১০ই ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব আপিল আবেদনের ওপর শুনানি শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। প্রতিদিন ১১০ জন করে প্রার্থীর আপিল শুনানি হবে।
আগামী ছয় দিন বাদ পড়া প্রার্থীদের আপিল শুনানি চলবে। রোববার থেকে শুরু হওয়া এ আপিল আবেদন চলবে ১৫ই ডিসেম্বর পর্যন্ত।
সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে রায় প্রকাশ করা হবে। রায়ে প্রার্থী সন্তুষ্ট না হলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।
এর আগে নির্বাচন কমিশনের ১০টি অঞ্চলে রিটার্নিং অফিসার কর্তৃক ৭৩১ প্রার্থী বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে ৫৬১ জন প্রার্থী ইসিতে আপিল আবেদন করেন। ১৭০ জন বাতিল হওয়া প্রার্থী মনোনয়ন ফিরে পেতে আবেদন করেননি।
শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের পাশাপাশি কমিশনাররা উপস্থিত রয়েছেন। প্রার্থীর পক্ষে তার আইনজীবী ও প্রার্থী স্বশরীরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত আছেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ই ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দেবেন ১৮ই ডিসেম্বর।
নির্বাচনি প্রচার চলবে ৫ই জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ই জানুয়ারি।
Leave a Reply