নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ১১ দিন। রাজধানী ঢাকাসহ সারাদেশে সরব প্রার্থীরা। জমে উঠেছে নির্বাচনী প্রার্থীদের প্রচার-প্রচারণা। ভোটারদের কাছে আকর্ষণীয় সব প্রতিশ্র“তি নিয়ে যাচ্ছেন প্রার্থীরা। সেইসাথে অনেকে প্রচারণায় ভিন্নতা আনার চেষ্টা করছেন। কেউবা নিজেই গানে গানে ভোট চাইছেন। কেউ আবার নানা রূপে নিজস্ব প্রতীক নিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টায় ব্যস্ত।
দেশজুড়ে বইছে নির্বাচনী আমেজ। আর কিছুদিন পরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণায় তাই দম ফেলার সময় পাচ্ছেন না প্রার্থীরা।
মঙ্গলবার দিনের শুরুতে ঢাকা-১১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ওয়াকিল উদ্দিন প্রচারণা চালান রামপুরা এলাকায়। নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিল করে লিফলেট বিতরণ করেন তিনি।
সেগুনবাগিচা এলাকায় ঢাকা-৮ আসনে নৌকার প্রার্থী বাহাউদ্দিন নাসিম প্রচারণা চালিয়েছেন। কর্মীদের সাথে নিয়ে উন্নয়নের পক্ষে ভোট দেয়ার আহবান জানান তিনি।
ঢাকার বাইরে বিভিন্ন জেলায় প্রচারণায় প্রার্থীদের তোড়জোড় বেশি দেখা গেছে। ভোটারদের মন জয়ে অনেকেই চেষ্টা করছেন প্রচারণায় ভিন্নতা আনার। বরিশাল- ২ আসনে কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস নিজেই গান গেয়ে গেয়ে ভোটারদের কাছে আসন্ন নির্বাচনে তাকে ভোট দেয়ার আহবান জানাচ্ছেন।
আবার অনেক প্রার্থী প্রচারণায় নিজের প্রতীক উপস্থাপনে ভিন্ন মাত্রা যোগ করছেন। হবিগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ খানের পক্ষে কর্মী-সমর্থকরা জীবন্ত ঈগল নিয়ে প্রচারণা চালিয়েছেন। এ ঘটনায় এলাকায় বেশ আলোচিত হচ্ছে।
ফরিদপুরে ঈগল মার্কা নির্বাচিত হলে সদরের প্রতিটি ইউনিয়নে প্রশিক্ষণ কেন্দ্র তৈরি ও বেকারদের চাকরি দেয়ার প্রতিশ্র“তি দিয়েছেন ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ.কে. আজাদ।
কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন ঝিনাইদহ-৪ আসনের ৪ জন প্রার্থী।
মাগুরা-১ আসনে প্রচারয়ায় অন্য প্রার্থীদের তুলনায় অনেকটাই এগিয়ে আওয়ামী লীগের প্রার্থী তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। প্রচারণায় সাথে আছেন ১৪ দলীয় জোটের নেতারাও।
নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায় গোপালপুর বাজারে প্রচারণা চালান। নীলফামারী ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সোহেল জলঢাকার বালাগ্রাম ও গোলমুন্ডাহাটে গণসংযোগ করেছেন।
শীত উপেক্ষা করে পাবনায় চলছে প্রচাণা। সকালে পাবনা-৫ সদর আসনে নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স নেতাকর্মীদের পৌর শহরের ৮নম্বর ওয়ার্ডের মুজাহিদ ক্লাব, মাছুম বাজার ও লস্করপুরসহ বিভিন্ন স্থানে জনসংযোগ চালান।
ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ও গড়েয়া ইউনিয়নে নৌকার পক্ষে ভোট চেয়ে জনসভা করেছেন ঠাকুরগাঁও-১ আসনের নৌকার প্রার্থী রমেশ চন্দ্র সেন। পিছিয়ে নেই ঠাকুরগাঁও-২ আসনে নৌকার প্রার্থী মাজহারুল ইসলাম সুজনও।
ভোলার লালমোহনে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন ভোলা -৩ আসনে নৌকার প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন।
Leave a Reply