অনলাইন ডেস্ক: সম্প্রতি দেশের ৫৯ জেলায় নতুন করে ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছেন এ পদে যেতে আগ্রহী একদল কর্মকর্তা। গত দুই দিন ধরেই এ নিয়ে সচিবালয়ে তারা নানাভাবে নিজেদের হতাশা আর ক্ষোভ প্রকাশ করেছেন।
সরকারি কর্মতকর্তাদের চাপের মুখে বাতিল করা হয়েছে নবনিযুক্ত ৮ জন ডিসির নিয়োগ। একই সঙ্গে রদবদল করা হয়েছে চারটি জেলার জেলা প্রশাসক। আজ বুধবার (১১ই সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন জনপ্রশাসন সচিব।
যেসব জেলার ডিসি নিয়োগ বাতিল করা হয়েছে সেগুলো হচ্ছে, লক্ষীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, শরীয়তপুর, সিরাজগঞ্জ, দিনাজপুর এবং রাজবাড়ি।
এ ছাড়াও ৪ জেলায় ডিসি নিয়োগে রদবদল হয়েছে। টঙা্গাইলে নিয়োগ পাওয়া ডিসিকে পঞ্চগড়, নীলফামারীতে নিয়োগ পাওয়া জেলা প্রশাসককে টাঙ্গাইলে, নাটোরে নিয়োগ পাওয়া ডিসিকে লক্ষীপুর এবং পঞ্চগড়ে নিয়োগ পাওয়া ডিসিকে নীলফামারীতে নিয়োগ দেয়া হচ্ছে।
সংক্ষুব্ধ কর্মকর্তারা বলেন, মেধাবী, যোগ্য ও সৎ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। এ ঘটনার যৌক্তিক সমাধান করতে হবে। বুধবার সকালেও সচিবালয়ে উপস্থিত হয়ে ওই প্রজ্ঞাপন সংশোধনের দাবি জানান তারা।
গত দুই দিনে দেশের বিভিন্ন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়ার পর থেকেই নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছেন বঞ্চিতরা। এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে তিন ঘণ্টার বেশি সময় হট্টগোল করেছেন তারা।
তবে ক্ষুব্ধ কর্মকর্তারা জানিয়েছেন, তারা মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছ থেকে এই মর্মে আশ্বাস পেয়েছেন যে ৫৯ জন ডিসি নিয়োগ সংক্রান্ত দু'টি প্রজ্ঞাপনই বাতিল করা হবে। এদিকে, নতুন ডিসিদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুষ্ঠেয় বৈঠকটি বাতিল করা হয়েছে।