নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফরকে কেন্দ্র করে এরইমধ্যে সমাবেশস্থলে দলে দলে নেতাকর্মীরা যোগ দেওয়া শুরু করেছেন। আজ শুক্রবার (২৯ শে ডিসেম্বর) সকাল ৯টা থেকে বঙ্গবন্ধু উদ্যানে মিছিল সহকারে আসতে শুরু করেন তারা। এরই মধ্যে বঙ্গবন্ধু উদ্যানের এক তৃতীয়াংশ নেতাকর্মীতে পরিপূর্ণ সমাবেশস্থল।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র বরিশাল নগরে উৎসবের আমেজ বিরাজ করছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভায় যোগ দিতে আজ সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলীয় নেতা-কর্মীরা সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে সমবেত হতে শুরু করেছেন। মিছিলে বিভিন্ন ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ড নিয়ে নেতা-কর্মীরা নানা স্লোগান দিয়ে সমাবেশস্থলে অবস্থান নিচ্ছেন।
এদিকে, সমাবেশের মঞ্চে বেলা সাড়ে ১১টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের সঞ্চালনায় সমাবেশের প্রাথমিক পর্ব শুরু হয়। এরপরে সঞ্চালনা শুরু করেন নির্ধারিত সঞ্চালক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।
সমাবেশে প্রবেশের জন্য দক্ষিণদিকে বান্দরোড সড়কে একটি মূল গেট খোলা রয়েছে। এছাড়া চারদিকে বাঁশের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। সাদা কাপড় দিয়ে চারপাশ ঘিরে দেওয়া হয়েছে। সমাবেশের মাঠে তিন স্তরে সেন্সরযুক্ত নিরাপত্তা গেইট দেওয়া হয়েছে।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দেন। এর পাঁচ বছর পর এবারও নির্বাচনী সভায় যোগ দিতে আসছেন।