নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যাংকগুলোর অসংগতির দিকে নজর না দিয়ে বাংলাদেশ ব্যাংক নিজেদের দুর্বলতা লুকাতে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) নেতৃবৃন্দ। এসময় বাংলাদেশ ব্যাংকের সকল অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে ইআরএফ।
ব্যাংকে সাংবাদিক ঢুকতে না দিয়ে আসলে তথ্য আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তারা। এসময় কেন্দ্রীয় ব্যাংক থেকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জোর দাবি জানিয়ে সংগঠনটি।
বাংলাদেশ ব্যাংকে প্রবেশ অধিকার না দিলে বাজেটের পরে কঠোর আন্দোলনে যাওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।
সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
Leave a Reply