২ বছর পর আবার ভারতের মাটিতে বিশ্বকাপ। আগেরবার মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ভারত। রোহিত শর্মার টিম কি আবার সাফল্যের মঞ্চে উঠতে পারবে? দেশের মাটিতে বিশ্বকাপ, স্বাভাবিকভাবেই বাড়তি চাপ রয়েছে ‘মেন ইন ব্লু’-এর ঘাড়ে।
এরই মাঝে বিশ্বকাপ শুরুর একদিন আগে আইসিসি তাদের নতুন র্যাংকিং প্রকাশ করেছে।
সেখানে ৮৫৭ পয়েন্ট নিয়ে সেরা ব্যাটার হিসেবে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছেন পাকিস্তানের বাবর আজম। ভারতের ওপেনার শুভমান গিল আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের থেকে মাত্র ১৮ পয়েন্ট নিচে, যিনি বর্তমানে আইসিসি ওডিআই র্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন। বাবর ৮৫৭ র্যাংকিং পয়েন্ট নিয়ে শীর্ষে, শুভমান গিল ৮৩৯ নিয়ে দ্বিতীয় এবং রাসি ভ্যানডার ডাসেন ৭৪৩ রেটিং নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছেন।
একই সঙ্গে র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন ভারতীয় ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজ এবং অস্ট্রেলিয়ার ডানহাতি পেসার জশ হ্যাজলউড। র্যাংকিংয়ে সেরা বোলারের তালিকায় শীর্ষে থাকা সিরাজের বর্তমান রেটিং ৬৬৯। সমান রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান পেসারও।
এ ছাড়া আইসিসি র্যাংকিংয়ে সেরা ১০ অলরাউন্ডার র্যাংকিংয়ে রয়েছেন দুজন টাইগার। বরাবরের মতো ৩৫৯ রেটিং নিয়ে শীর্ষে আছেন অধিনায়ক সাকিব আল হাসান। আর ২০৯ রেটিং নিয়ে অষ্টম পজিশনে আছেন মেহেদী হাসান মিরাজ।