বেজে উঠেছে বিশ্বকাপের দামামা। বহু অপেক্ষার পর অবশেষে ভারতের মাটিতে শুরু হয়েছে ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের সবচেয়ে বড় এ টুর্নামেন্টকে ঘিরেই আগামী দেড় মাস মেতে থাকবে পুরো ক্রিকেটবিশ্ব।
বিশ্বকাপকে নিয়ে নানা মুনি জানাচ্ছেন নানা মত। এবার ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ বিশ্বকাপকে সামনে রেখে বিরাট কোহলি এবং বাবর আজমের প্রসঙ্গে কথা বলেছেন। সময়ের অন্যতম সেরা দুই ব্যাটারকে নিয়ে আলোচনা প্রায়ই হয়।
একজন ভারতীয় এবং আরেকজন পাকিস্তানি হওয়ায় সেই আলোচনায় উত্তাপটাও থাকে একটু বেশি। শেবাগ অবশ্য প্রশংসা করেছেন দুজনেরই। শেষে জানিয়েছেন, বাবর কেন কোহলির চেয়ে একটু পিছিয়ে আছেন।
সম্প্রতি ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে শেবাগ জানান, বাবর আজম একজন ভালো খেলোয়াড়। সে ভালো রান করতে পারে। তবে আমি বিরাট কোহলির মধ্যে যে ক্ষুধা দেখি, তা আর কারও মধ্যে দেখি না। এমনকি আজও একই আবেগ এবং মানসিকতা নিয়ে সে মাঠে নামে।
বাবর ভালো ব্যাটার হলেও কোহলির চেয়ে কেন ভালো করতে পারবেন না তা জানিয়ে শেবাগ বলেন, বাবর ভালো ব্যাটার। বিষয়টি হচ্ছে দল তার ওপর নির্ভরশীল। কিন্তু ভারত শুধুই কোহলির ওপর নির্ভরশীল নয়। তার কাজ সহজ করার জন্য দলে আরও ব্যাটসম্যান আছে।
যখন কোনো দল একজন খেলোয়াড়ের ওপর অনেক বেশি নির্ভর করে, তখন সে খেলোয়াড়ের ওপর অনেক চাপ থাকে। তাদের পারফরম্যান্সও তখন আর অত ভালো হয় না।
ইতোমধ্যে মাঠে গড়িয়েছে বিশ্বকাপের মূল পর্বের খেলা। আগামীকাল ৬ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের পাকিস্তান। অন্যদিকে বিরাট কোহলির ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে।