নিজস্ব প্রতিবেদক: সহিংসতা ও ষড়যন্ত্র ছেড়ে বিএনপিকে আবারও নির্বাচনে আসার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির এখনো সময় আছে নির্বাচনে অংশ নেয়ার, এবং অংশ নিলে তাদের সাধুবাদ জানাবে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামীকাল শুক্রবার আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রম শুরু হবে বলেও জানান ওবায়দুল কাদের। এসময় ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগের ইতিহাসে ষড়যন্ত্র শব্দ নেই। জনগণের ভোটেই সব সময় ক্ষমতায় এসেছে।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুত, শুক্রবার গণভবন থেকে ভার্চুয়ালি নির্বাচন কার্যক্রম উদ্বোধন করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৭৫ সালের পর শেখ হাসিনা বাংলাদেশে না আসলে গণতন্ত্র শৃংখল মুক্ত হতো না বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পরাজিত হবে জেনেই বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে চোরা গুপ্তা হামলার পথ বেছে নিয়েছে।
নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম বলে উলে¬খ করে ওবায়দুল কাদের বলেন, সকল দলের অংশগ্রহণে নির্বাচন চায় আওয়ামী লীগ। বিএনপি নির্বাচনে আসলে সাধুবাদ জানানো হবে বলেও জানান ওবায়দুল কাদের।