ডেস্ক প্রতিবেদন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকার পতনের একদফা দাবিসহ আরও কয়েকটি দাবিতে বিএনপি জোটের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সময় যানবাহনে আগুন দেয়া হয়েছে।
তবে, দ্বিতীয় দিনে রাজধানী ঢাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই সড়ক মহাসড়কে যাত্রীবাহী বাস, ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করতে দেখা গেছে।
এর আগে, গতকাল রাতে দিনাজপুরের বীরগঞ্জে চাল ভর্তি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও, নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ডাক্তারের মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তরা আগুণ দিয়েছে। এদিকে, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।