নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি না এলেও নির্বাচন একতরফা হবে না।
আজ রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের বলেন, জনসমর্থনের অভাবে বিএনপির আন্দোলন মুখ থুবড়ে পড়েছে। তারা এখন স্বাভাবিক পথ থেকে বিচ্যূত হয়ে রাজনীতিকে সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে। আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে।
বিএনপির অনেকেই নির্বাচন করতে চায়, তাই তারা নির্বাচনে অংশ নিয়ে সুস্থ ধারায় ফিরে আসতে শুরু করেছে বলেও জানান ওবায়দুল কাদের।