
মো: রমিজ আলী,
সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম সীতাকুণ্ডের কৃতি সন্তান,চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহবায়ক,বিএনপির নির্বাহী কমিটির সাবেক যুগ্ন মহাসচিব ও বর্তমান চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী দীর্ঘ আট বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন।মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টার সময় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এসময় জেলগেটে বৃষ্টি উপেক্ষা করে অসংখ্য নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।আসলাম চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট কেএম সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘আসলাম চৌধুরী সব মামলায় জামিনে আছেন। সকাল ১০টার সময় তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।এর আগে সোমবার (১৯ আগস্ট) রাষ্ট্রদ্রোহের মামলায় আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের জামিনাদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।তার আগে, রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আসলাম চৌধুরীর জামিন দীর্ঘদিন ধরে স্থগিত ছিল।২০১৬ সালের ২৬ মে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।সীতাকুণ্ডের গণ- মানুষের নেতা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী কে দেখার জন্য বিএনপির সকল নেতা-কর্মীরা ও সাধারণ মানুষ প্রবল বৃষ্টি উপেক্ষা করেন তাদের নেতাকে দেখার জন্য। চট্টগ্রাম জেলগেট থেকে শুরু করে সীতাকুণ্ডের প্রতিটি স্থানে হাজার হাজার মানুষের ভালোবাসায় শিক্ত হলেন অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী। বিভিন্ন স্থানে ফুল দিয়ে বরণ করেন তাদের প্রিয় নেতাকে।সীতাকুণ্ড কলেজ রোডের মাথায় বক্তব্য রাখেন। তিনি বক্তব্য বলেন আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তা ভোলার মতো না। আমি আপনাদের কে একটি সুন্দর সীতাকুণ্ড উপহার দিতে চাই। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে সকল দুঃখ দূর করে একটি সুন্দর সীতাকুণ্ড উপহার দিব ইনশাআল্লাহ। পারিবারিক কবরস্থান জিয়ারতের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শেষ হবে বলে জানিয়েছেন।
Leave a Reply