নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভোট বানচালে সন্ত্রাসের পথ নিয়েছে বিএনপি। বিএনপি- জামায়াত নির্বাচনে বিশ্বাস করে না, ক্ষমতায় গিয়ে দেশে দুর্নীতি আর সন্ত্রাস ছাড়া কিছু দিতে পারেনি তারা।
বৃহস্পতিবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর, শেরপর, কিশোরগঞ্জ, নরসিংদী,চাদপুর ও বান্দরবান ৬ জেলায় ভার্চুয়াল জনসভায় তিনি এ কথা বলেন। এসময় শেখ হাসিনা বলেন একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।
এসময় তিনি বলেন বিএনপি সন্ত্রাসী দল, জামাত যুদ্ধাপরাধী, তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে নির্বাচন হবে সেটা মানি না ।
শেখ হাসিনা বলেন, বিএনপি নির্বাচন প্রক্রিয়া বিশ্বাস করেনা। ২০০৮ সাল থেকে বিএনপি নির্বাচন বানচালের কার্যক্রম শুরু করেছে নাশকতা আর মানুষ হত্যাার মাধ্যমে। আর আওয়ামীলীগ ক্ষমতায় এলে দেশ ও জনগনের উন্নয়ন করে। আগামী নির্বাচনে দলের ঘোষিত ইস্তেহার অনুযায়ী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তা অবহিত করে ভোট চাইতে দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান শেখ হাসিনা।
এসময়, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসলে দারিদ্রতা দূর হবে দেশকে এগিয়ে যাবে। তাই আওয়ামী লীগকে আবারো সরকার ক্ষমতায় আনার জন্য সকলের কাছে ভোট চাইলেন।
কিশোরগঞ্জ জেলার পাঁচটি আসনের মধ্যে একটি আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেয়ার বিষয়ে তিনি বলেন এটা খুবই দুঃখজনক। তবে এবারই শেষ ছাড় দিয়েছি। পরবর্তীতে আর আসন ছাড় দেওয়া হবে না।
Leave a Reply