ভোলা সংবাদদাতা: ভোলার লালমোহন উপজেলায় ককটেল বানাতে বিস্ফোরণে মনির বয়াতি নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুইজন। সোমবার রাতে ধলীগৌরনগর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, স্থানীয় আজাহার মাঝির বাড়িতে ককটেল তৈরি করছিলেন কয়েকজন। এ সময় হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে টিনের ঘরটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে ভোলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে মনির নামে একজন মারা যান।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুল আলম বলেন, বিএনপি ঘোষিত ধর্মঘটে নাশকতা সৃষ্টির জন্য ককটেল বানানো হচ্ছিল বলে ধারণা করছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ককটেল তৈরির কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।
Leave a Reply