নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আগামী ১০ই ডিসেম্বর মানবাধিকার দিবসে বিএনপি নাশকতার পরিকল্পনা করছে। আর এই নাশকতার পরিকল্পনায় তারা জামায়াতকে সাথে নিয়েছে।
আজ বুধবার (৬ই ডিসেম্বর) ধানমন্ডি দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে সরকার এই নির্বাচন করবে। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনকে আওয়ামী লীগ সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে বলেও জানান তিনি।
এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply