নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ককটেল ছোড়ার অভিযোগ তুলেছেন তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
মঙ্গলবার রাজধানীর শাজাহানপুরের নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি।
তিনি বলেন, একটি মোটরসাইকেলে দুজন আরোহী এসে তার বাসা লক্ষ্য করে পরপর দুটি ককটেল ছোড়েন। একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থাকে। এ সময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
আফরোজা আব্বাস বলেন, মির্জা আব্বাস জেলে থাকায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
মির্জা আব্বাসের ভয়ে ভীত হয়ে সরকার তাকে জেলে আটকে রেখে ঢাকা নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন তিনি। আফরোজা আব্বাস বলেন, সরকারের সে আশা পূরণ হবে না।
Leave a Reply