নিজস্ব প্রতিবেদক: একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী রোববার (১৯শে নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১শে নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে দলটি।
বৃহস্পতিবার (১৬ই নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১শে নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি।
এ সময় তিনি দলের নেতাকর্মীদের হরতাল সফল করার আহ্বান জানান।
প্রসঙ্গত, গত ২৮শে অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পাঁচ দফায় অবরোধের ডাক দেয় বিএনপি জোট।
Leave a Reply