নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে ব্যাটারি চালিত রিকশার চলাচালে অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে মহাসড়কে এই বাহন চলতে পারবে না বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী সবদিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ওবায়দুল কাদের।
আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করে কিন্তু ধর্মের প্রসারে কিছুই করে না। ধর্মের প্রসারে যা কিছু করনীয় তা সব আওয়ামী লীগ করেছে। এসময় ধর্মের নামে ব্যবসা চলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
Leave a Reply