নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দুটি স্থানে দুটি বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এর মধ্যে গুলিস্তানে একটি ও আগারগাঁওয়ের কাছে তালতলায় একটি বাসে আগুন লাগানো হয়। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
এর আগে সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও এলাকার তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এসময় বাসে আগুন দেয়ার কারণে এক যুবককে ধরে ফেলে স্থানীয়রা। তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply