নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকার ২০টি সংসদীয় আসনের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। আজ দুপুর পর্যন্ত প্রায় ২শ’ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা, জমা পড়েছে ২১টি। বুধবার সকালে, আওয়ামী লীগের প্রার্থী বাহাউদ্দীন নাসিম ও সাইদ খোকন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া অন্যান্য দল থেকেও মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। আগামীকাল ৩০শে নভেম্বর মননোয়নপত্র দাখিলের শেষ দিন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। শেষ সময়ে তাই ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিভিন্ন দলের প্রার্থী আর তাদের সমর্থকদের ভিড় বাড়ছে। নেতাকর্মীদের পদচারণায় সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তৈরী হয়েছে উৎসবমুখর পরিবেশ।
বুধবার সকালে, মনোনয়ন জমা দিতে আসেন ঢাকা-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাইদ খোকন ও ঢাকা-৮ আসনের বাহাউদ্দীন নাছিম। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান তারা।
এদিন মনোনয়নপত্র জমা দিতে আসেন ঢাকা-৪ আসন থেকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবু হোসেন বাবলা। বর্তমান সংসদ সদস্যসহ, স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন। অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তাদের।
ঢাকা ৭ আসনে জাকের পার্টি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিপ্লব চন্দ্র বণিক। ঢাকা ১৪ ও ১৫ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছে জাসদ প্রার্থী।
ঢাকার ২০টি আসনে প্রায় ২শ’ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও এখন পর্যন্ত ১৯জন প্রার্থী জমা দিয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
Leave a Reply