শরীয়তপুর সংবাদদাতা : শরীয়তপুরের নড়িয়া উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে ২০ বছর ধরে চলছে নৌ পুলিশ ফাঁড়ির কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম। পাঠদানের সঠিক পরিবেশ না থাকায় প্রতি বছর কমছে শিক্ষার্থী সংখ্যা। স্কুল কর্তৃপক্ষ ফাঁড়িটি সরিয়ে নিতে নৌ পুলিশকে নোটিশ দিলেও কোনো কাজে আসছে না।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরের উত্তর হালইসার গোয়াল বাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি। বিদ্যালয়টির দোতলা ভবনের নিচতলায় চলে পাঠদান কার্যক্রম। আর দ্বিতীয় তলায় ফাঁড়ি স্থাপন করে ২০ বছর ধরে কার্যক্রম চালাচ্ছে নৌ পুলিশ। ২০০৩ সালে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ি নদীগর্ভে বিলীন হলে অস্থায়ীভাবে এই বিদ্যালয়ে স্থানান্তর করা হয়। কিন্তু এরপর আর সরেনি তারা।
ভবনের অর্ধেকই অন্যের দখলে থাকায় শ্রেণিকক্ষের সংকট তৈরি হয়েছে বিদ্যালয়টিতে। তাছাড়া আসামি ধরা হলে রাখা হয় এখানে। ফলে আতংকে থাকে কোমলমতি শিশুরা। ভয়ে অনেক শিক্ষার্থীই স্কুলে আসতে চায় না বলে জানান শিক্ষক ও এলাকাবাসী।
ফাঁড়িটি সরিয়ে নিতে নৌ পুলিশ কর্তৃপক্ষকে বারবার বলা হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানালেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
তবে, ফাঁড়িটি সরিয়ে নেয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে নৌ পুলিশ কর্তৃপক্ষ ও প্রশাসন।
ফাঁড়িটি দ্রুত সরিয়ে নিয়ে বিদ্যালয়টির পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের।
Leave a Reply