দৈনিক শিক্ষা নিউজ : আবারও আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ কন্যা শেখ হাসিনা। শনিবার বিকেলে দলের কাউন্সিলে তিনি দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেলেন।
বিকেল তিনটায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। এই প্রস্তাব সমর্থন করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার। এর আগে সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলের ২২তম জাতীয় সম্মেলনের প্রধম অধিবেশন অনুষ্ঠিত হয়।
১৯৪৯ সালের ২৩ ও ২৪ জুন ঢাকার কেএম দাশ লেনের রোজ গার্ডেনে প্রথম সম্মেলনের মধ্য দিয়ে যাত্রা শুরু আওয়ামী লীগের। ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ হিসেবে ওই সম্মেলনে দলটির আত্মপ্রকাশ ঘটে। মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে সভাপতি; আতাউর রহমান খান, সাখাওয়াত হোসেন, আলী আহমেদ, আলী আমজাদ খান অ্যাডভোকেট ও আবদুস সালাম খান অ্যাডভোকেটকে সহসভাপতি; শামসুল হককে সাধারণ সম্পাদক, কারাবন্দি শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সম্পাদক এবং ইয়ার মোহাম্মদ খানকে কোষাধ্যক্ষ করে আওয়ামী লীগের প্রথম কমিটির যাত্রা শুরু হয়েছিল। প্রতিষ্ঠাকালীন কমিটি গঠিত হয়েছিল ৪০ সদস্যবিশিষ্ট।
১৯৫৩ সালের ৩ থেকে ৫ জুন ঢাকার মুকুল সিনেমা হলে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনে মওলানা আবদুল হামিদ খান ভাসানী সভাপতি পদে পুনর্নির্বাচিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। ওই সম্মেলনেই নির্ধারিত হয় দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র।
দলের ২০তম সম্মেলন ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি পদে টানা অষ্টমবারের মতো নির্বাচিত হন শেখ হাসিনা। সাধারণ সম্পাদক পদে পরিবর্তন এনে ওবায়দুল কাদেরের ওপর দায়িত্ব দেওয়া হয়।
সর্বশেষ ২১তম সম্মেলন ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে টানা নবমবারের মতো সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হন ।
Leave a Reply